ওসমানীনগরে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢ্ল
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:২৪ AM

ওসমানীনগরে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢ্ল

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৬:১৬:০৭ AM

ওসমানীনগরে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢ্ল


ওসমানীনগরে তৃণমূল পর্যায়ের বিএনপি কর্মীদের উদ্দীপ্ত করতে তাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বরায়া কাজিরগাঁও (নোয়াবাড়ী) গ্রামে এই সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় দল মত নির্বিশেষে সাধারন মানুষের ঢ্ল নামে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ।

ওয়ার্ড বিএনপির সভাপতি আকলুছ আলীর সভাপতিত্বে এবং তাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির এবং সহ-সাংগঠনিক সম্পাদক তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে এবং প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরে দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় রাখতে কর্মী সমাবেশের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন, হামলা, মামলা এবং নৈরাজ্যের মুখে বিএনপি এখনো রাজপথে সক্রিয় রয়েছে, যা দলের কঠিন ঐক্য বজায় রাখার প্রমাণ। বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচারী সরকার পালিয়ে গেলে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর