
নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় মোটর পার্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চাঁদনীঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত পরে জানানো হবে।
আজকের সিলেট/ডি/এসটি
