
সুনামগঞ্জে পৃথক অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা অবৈধ ৮ হাজার কেজি পেঁয়াজসহ ৫জনকে আটক করেছে পুলিশ। আটককৃকতরা হল- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মো. তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫),তাহিরপুর উপজেলা শিমুলতলা গ্রামের বাবুল মিয়া ও চন্দ্রপুর গ্রামের সহিবুর রহমান।
রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (১০ ফেব্রুয়ারি) শরিবার রাতে পৃথক অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্হানে অবৈধ ভাবে পেঁয়াজ পাচারকালে সদর ও তাহিরপুর থানা পুলিশ সমন্বয় করে দুটি পেঁয়াজ ভর্তি ট্রাক আটক করে। এ সময় দুটি ট্রাক থাকা প্রায় ৮ হাজার কেজি পেয়াজ জব্ধ করা হয়। এ সময় দুটি ট্রাকের সাথে থাকা ৫ জন চোরাকারবারীকে আটক করে পুলিশ।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্ধকৃত পেয়াজ ও আটককৃদদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার।
আজকের সিলেট/ডি/এসটি
