
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরেই শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি নিরবতার জাতীয় সংগীত'র মাধ্যমে শোক প্রকাশে ফুল অর্পন করা হয়।
শহীদ বেদীতে রাষ্ট্রীয় সম্মাননায় শ্রদ্ধাঞ্জলি প্রদানে অংশনেয়া সংগঠনের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ, মধ্যনগর উপজেলা প্রশাসন, মধ্যনগর থানা প্রশাসন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ, মধ্যনগর উপজেলা আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, বণিক সমিত, কৃষকলীগ, মৎসজীবিলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কমিউনিস্ট পার্টি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠন সমূহ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
