বিয়ানীবাজারে ফয়সল চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM

বিয়ানীবাজারে ফয়সল চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী

সংবাদদাতা

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৮:৪৮:৪৮ PM

বিয়ানীবাজারে ফয়সল চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিপুল নেতাকর্মী নিয়ে র‍্যালী করে নিজ বলয়ের জানান দিলেন সিলেট জেলা বিএনপির সদস্য ও ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী ব্যবসায়ী ফয়সল আহমদ চোধুরী। 

বুধবার বিকাল ৩ ঘটিকায় বিয়ানীবাজার পৌরশহরের নিউ মার্কেটের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় সংসদ সদস্য প্রার্থী ফয়সল চৌধুরী তার বক্তব্যে বলেন, পিআর বা অন্য কোনো চক্রান্তই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে আটকাতে পারবেনা। এদেশের মানুষ গনতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করতে চায়। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযোদ্ধারাও আমাদের অহংকার, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষনা দিয়ে যুদ্ধ জয় করে এদেশকে লাল সবুজ পতাকা দিয়েছেন তাই দেশের প্রশ্নে বিএনপি আপোষ করবে না।

এসময় তিনি তার বক্তব্যে বিয়ানীবাজার-চারখাই-সুতারকান্দি চারলেন প্রকল্প শীঘ্রই চালু করার দাবী তুলেন, এছাড়াও শিবপুর ব্রিজের কাজ শুরু করার আহ্বান জানান। বিয়ানীবাজারকে বিএনপির ঘাটি উল্লেখ করে তিনি তার বক্তব্যে আরও বলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে অথচ এখানে গ্যাস কেউ ব্যবহার করতে পারছে না। বিএনপি ক্ষমতায় গেলে এসব দাবী পূরনে সোচ্চার থাকবে।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এর পরিচালনায়   পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন সিনিয়র সভাপতি কবির আহমদ সহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল'সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর