
সিলেট মহানগরীর দরগাহ মহল্লায় ফুটপাত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানাপুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। সোমবার সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট কেতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।
আজকের সিলেট/জেকেএস
