
হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের সমিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। গাড়ি সনাক্ত করতে আমরা চেষ্টা চালাচ্ছি।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
