সময়ের তাগিদে সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে 'সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ' এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট বড়শালাস্থ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. মতিউর রহমানের পরিচালনায় সাধারণ সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বার্তা বাজারের সিলেট জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামকে সভাপতি ও এশিয়ান টিভির ভিডিও জার্নালিস্ট (সিলেট) ও দৈনিক জৈন্তা বার্তা'র সিলেট সদর উপজেলা প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ আঙ্গুঁর মিয়া, (দৈনিক সুদিন), সহসাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, (সিলেট প্রতিদিন), অর্থ সম্পাদক মো. সবুজ মিয়া, (দৈনিক আধুনিক কাগজ), প্রচার, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক তারেক আহমেদ (একাত্তর টেলিভিশন), দপ্তর বিষয়ক সম্পাদক নাজিউর রহমান খান (দৈনিক জাতীয় অর্থনীতি), নির্বাহী সদস্য আক্তার হোসেন, (ভোরের চেতনা), হাবিবুর রহমান সাদী (আজকের সিলেট)।
এ সময় উপস্থিত ছিলেন- জামাল উদ্দিন, ওলিউর রহমান, রায়হান আহমদ মান্না, ইফতেখার শামীম, সৈয়দ বুরহান আলী,জামিল আহমদ, মামুনুর রশীদ প্রমুখ।
আজকের সিলেট/ডি/এসটি