১৭ নভেম্বর ২০২৩
তাজুল উলুম দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার ক্যাম্পাসের একাংশ। ফাইল ছবি।
আবু তালহা রায়হান : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার অনুষ্ঠিতব্য শনিবারের (১৮নভেম্বর) বার্ষিক জলসা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন : সিলেটে বৃষ্টির বাগড়া
মাদরাসার মহাপরিচালকের বরাত দিয়ে আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়ার ফাজিল মাওলানা জাবির আহমেদ।
তিনি বলেন,’প্রতিকূল আবহাওয়ার ( অনাকাঙ্ক্ষিত ঝড়-বৃষ্টি) কারণে জামিয়ার অনুষ্ঠিতব্য শনিবারের জলসা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।’
এদিকে একই দিনে অনুষ্ঠিতব্য জৈন্তাপুরের লামনীগ্রাম মাদ্রাসারও জলসা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী শুক্রবার ( ২৪ নভেম্বর) এ জলসার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : পর্যটক খরায় ভোগছে চায়ের রাজ্য শ্রীমঙ্গল
প্রসঙ্গত,বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার রাতের প্রথম প্রহর থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়তে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট,জৈন্তাপুরসহ বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ জারি রয়েছে।