আরিফ হত্যাকাণ্ড : কারাগারে সিসিক কাউন্সিলর হিরন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮

আরিফ হত্যাকাণ্ড : কারাগারে সিসিক কাউন্সিলর হিরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ২১:১১:২৩

আরিফ হত্যাকাণ্ড : কারাগারে সিসিক কাউন্সিলর হিরন


সিলেটে আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপু। এর পর তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি আরিফ হত্যা মামলার প্রধান আসামি।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত বছরের ২১ নভেম্বর নগরীর টিবিগেট এলাকায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি। পরে নিহত আরিফের মা আঁখি বেগম বাদি হয়ে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় নিপু ছাড়াও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

ঘটনার পর নিহত আরিফের মা আঁখি বেগম জানান, ঘটনার পরই সেখানে গিয়ে দেখেছি সাদা পাঞ্জাবি পরে হিরন মাহমুদ নিপু মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছেন। পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ছেলেকে অটোরিকশায় করে হাসপাতালে রওয়ানা হন। যাওয়ার পথে ছেলে তাকে বলেছে, হিরন মাহমুদ নিপু, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন মিলে তার ওপর হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, নিপুর নেতৃত্বেই তার ছেলের ওপর হামলা হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দলবলসহ নিপুকে দেখেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর