মরদেহ সরকারি খরচে দেশে নিতে যথাযথ কার্যকারিতার দাবী প্রবাসিদের
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৭

আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল

মরদেহ সরকারি খরচে দেশে নিতে যথাযথ কার্যকারিতার দাবী প্রবাসিদের

আমিনুল হক খোকন

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ০৩:৩৯:১৫

মরদেহ সরকারি খরচে দেশে নিতে যথাযথ কার্যকারিতার দাবী প্রবাসিদের

ছবিঃ আমিনুল হক


সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউএই এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি ফয়সল আহমদ।  যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্জাহান আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক প্রধান উপদেষ্টা সিআইপি আশিক মিয়া, সভাপতি গীতি কবি আজাদ লালন, সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিআইপি সালেহ আহমদ, সাবেক সহ সভাপতি শেখ মুহিবুর রহমান, কুলাউড়া সমিতির সভাপতি হাজী আব্দুল লতিফ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা হাজী বদরুল হোসেন, সহ সভাপতি জামান ফখরুল।

বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ আলতাফ, শেখ রাসেল আহমদ, মোহাম্মদ আলতাফ হোসেন, সদস্য ময়নুল ইসলাম ময়ুর, মোহাম্মদ মাহমুদুর রশীদ, সহ আপ্যায়ন সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক রোমান আহমদ, সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ কমিউনিটি নেতা আলী আসকর প্রমুখ।

বক্তারা বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে দুবাই ও উত্তর আমিরাতে ৪৫০ জন প্রবাসি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে সরকারি খরচে ৪৪ জনের লাশ দেশে প্রেরণ করলেও বেশিরভাগ মরদেহ সামাজিক সংগঠনের অর্থায়নে দেশে প্রেরণ করা হয়েছে। অবৈধ প্রবাসিরাও অন্যের আইডি কার্ড এর মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠালেও তাদের মরদেহ দেশে সরকারি খরচে নিতে যথাযথ কার্যকর এখনো হচ্ছে না। এ ব্যাপারে সরকারি কার্যকারিতার দাবী জানিয়েছেন প্রবাসিরা।

স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ। 

পবিত্র কুরআন পাক থেকে তেলায়ত করেন শেখ মিজানুর রহমান এবং মাহে রামাদান ও শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাহাবুদ্দিন।

আজকের সিলেট/এএইচকে

সিলেটজুড়ে


মহানগর