মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪০

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:৫৭:২১

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫


হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের লাশ উদ্বার করেছে পুলিশ। নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভর পাশা গ্রামের ইউনুস বেপারি ছেলে প্রাইভেট কার চালক হারুন বেপারি (৩৪) , পটুয়াখালী জেলার গলা চিপা থানার বোয়া লিয়া গ্রামের মোজ আলী ছেলে মোঃ জামাল (৪০),  মোঃ এনামুল আলী (৩৫) ও একই জেলার গলাচিপা থানার বোয়া লিয়া গ্রামের মোজ আলীর মেয়ে এবং মোঃ জামাল আলী  সহধর্মিণী কামরুন্নাহার (৩৫) , মোঃ জামাল আলী ছেলে মোঃ অনন্ত (১১)।

বুধবার রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিব থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কার সড়ক থেকে ছিটকে নিচে পড়ে গেলে চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশু ও এক নারী রয়েছেন। নিহত চালকের বয়স আনুমানিক ৪০ বছর এবং অন্য দুই পুরুষ যাত্রীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

তবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করীম জানিয়েছেন, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। শাহজালাল-শাহপরাণ রাহ. এর মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর