সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪২

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০১:৪৮:০১

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০)।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সবুজ গাড়ির চালক ছিলেন। সবুজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালী গ্রামের জামাল চৌকিদারের ছেলে।

সাব্বির পাশের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের মো. ইসমাইল সৈয়ালের ছেলে ও রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, রিফাত মাত্র ৩ বছর আগে গেছেন ওই দেশে। ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সবুজ চৌকিদার। তিনি তাদের নিয়ে আপিপ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ করাতেন। নিজেদের গাড়িতে তারা কাজে আসা-যাওয়া করতেন। গাড়ির চালক ছিলেন সবুজ। দুর্ঘটনার সময়ও গাড়ির চালক ছিলেন সবুজ বলে জানান তার বাবা জামাল চৌকিদার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর