দুই নেতার হৃদ্যতা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৯

দুই নেতার হৃদ্যতা

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ০৮:২৮:৫১

দুই নেতার হৃদ্যতা


মিফতাহ্ সিদ্দিকী ও রেজাউল হাসান কয়েস লোদী, দুজনের বিএনপির তৃণমূল থেকে উঠে আসা মেধাবী নেতা। একজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আর অন্যজন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। দলের তৃণমূলের নেতাকর্মীদের কাছে এই দুই নেতার গ্রহণযোগ্যতা তীব্র। রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। রাজনীতির মাঠে ভিন্ন কথা শোনা গেলেও বাস্তবে দু'জনের মধ্যে রয়েছে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক।

আওয়ামীলীগ সরকারের পতনের শেষ মূহুর্তে সরকার পতনের চুড়ান্ত আন্দোলনের সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে হাল ধরেছিলেন মিফতাহ্ সিদ্দিকী। দলকে সুসংগঠিত করতে ছুটে চলেছেন একদম প্রত্যন্ত অঞ্চলে, পুরষ্কার স্বরুপ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিঠি দিয়ে ধন্যবাদও জানিয়েছেন। মিফতাহ্ সিদ্দিকীর যোগ্য উত্তরসূরি হিসেবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন রেজাউল হাসান কয়েস লোদী। টানা ৪ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন কয়েস লোদীও দলকে সুসংগঠিত করতে নিজের সকল মেধা ও পরিশ্রম দিয়ে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনৈতির ময়দানে দু'জনের কর্মী ও সমর্থকরা এই দুই নেতাকে আগামী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য আহবান জানাচ্ছেন। এনিয়ে মাঠে ভিন্ন কথা থাকলেও দুই নেতার মধ্যে রয়েছে হৃদ্যতা।

তাই তো বৃহষ্পতিবার সকালে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঈদের শুভেচ্ছা জানাতে ছুটে যান কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর বাসায়। তাদের শুভেচ্ছা বিনিময়ের একটি হাস্যজ্জল ছবি এখন সামাজিক যোগাযেগ মাধ্যমে ভাইরাল রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

দলটির নেতাকর্মীরা বলছেন, ব্যক্তিগত চাওয়া পাওয়া ও মতবিরোধকে ভূলে গিয়ে এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল সুসংগঠিত হবে। আর এর ফল পাওয়া যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে।

দলীয় নেতাকর্মীরা মনে করেন, নির্বাচনে কে কোথায় দলীয় মনোনয়ন পাবেন কি পাবেন না এটি নির্ভর করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর। দল যখন যাকে যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করতে হবে।

তবে এই বিষয়ে উভয় নেতারই মন্তব্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর