পুলিশ-আইনজীবী হাতাহাতিতে উত্তপ্ত আদালত চত্বর (ভিডিও)
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০৭

পুলিশ-আইনজীবী হাতাহাতিতে উত্তপ্ত আদালত চত্বর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৪:৪৩:২৩

পুলিশ-আইনজীবী হাতাহাতিতে উত্তপ্ত আদালত চত্বর (ভিডিও)


সিলেটের আদালতে পুলিশ ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের শাহপরান (র.) জিআরও অফিসে ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট আদালতের শাহপরান (র.) জিআরও’র দায়িত্বরত এসআই শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থের কাছে একটি মামলার নথি দেখতে চান সিলেট জেলা বরের আনজীবী অ্যাডভোকেট কাজি সেবা। দায়িত্বরত পুলিশ নথি দেখাতে অপরগতা প্রকাশ করলে উভয়পক্ষে শুরু হয় উত্যপ্ত বাক্যবিনিময় । একপর্যায়ে শুরু হয় পুলিশ ও আইনজীবিদের মধ্যে হাতাহাতি ও মারামারি। পরে আদালতের অনান্য কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে  রাখতে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও  নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জনতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিসি প্রসিকিউশন আশরাফ উল্লাহ তাহেরের সেলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পূরকায়স্তের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনিও ফোন রিসিভ করেনেনি।

বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী আজকের সিলেটকে জানান, বিষয়টির আশু ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বৈঠক চলছে। আশা করি শিগগিরই সমাধান হয়ে যাবে।



আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর