পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৪৬

পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০১:০৭:১০

পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত


প্রায় ৬ মাস পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার (৪ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রফতানির জন্য প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য (মিনিমাম এক্সপোর্ট প্রাইস-এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি।

২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। ৩১ মার্চ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তা তা অনির্দিষ্টকালের জন্য করা হয়। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল প্রতিবেশী দেশটি।

আজকের সিলেট/জেকেএস/ডিএম

সিলেটজুড়ে


মহানগর