নবীগঞ্জে বিএনপির শেফু ও আলীম বহিষ্কার
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৪৭

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ

নবীগঞ্জে বিএনপির শেফু ও আলীম বহিষ্কার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:৩১:১৩

নবীগঞ্জে বিএনপির শেফু ও আলীম বহিষ্কার


দলীয় সিদ্ধান্ত অমান্য করে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কার আদেশে বলা হয়- আগামী ২১ মে ২০২৪ তারিখ অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, ভাইস চেয়ারম্যান পদে নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ আলফা বেগমকেও বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য- উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু ও ভাইস চেয়ারম্যান পদে মাঠে আছেন নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী। বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ আলফা বেগম।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর