সিলেটবাসীর নির্ভরযোগ্য কণ্ঠস্বর 'আজকের সিলেট'
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ PM

সিলেটবাসীর নির্ভরযোগ্য কণ্ঠস্বর 'আজকের সিলেট'

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৯:৪৯:০২ AM

সিলেটবাসীর নির্ভরযোগ্য কণ্ঠস্বর 'আজকের সিলেট'


মাসুদ আহমদ রনি : বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের সিলেট  আজ ১৪ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময় ধরে সিলেট অঞ্চলের মানুষের কথা সৎ, নির্ভরযোগ্য ও দায়বদ্ধ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার মাধ্যমে ‘আজকের সিলেট’ একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সিলেটের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক আজকের সিলেট নিউজ পোর্টালের মাধ্যমে সর্বদা সঠিকভাবে উঠে এসেছে। প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এবং সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর নেতৃত্বে এই প্রতিষ্ঠান তাদের পেশাদারিত্ব ও সততা বজায় রেখে কাজ করে যাচ্ছে। তাদের কঠোর পরিশ্রম, উদ্যোগ ও দায়িত্ববোধের কারণে আজকের সিলেট আজকের অবস্থানে পৌঁছেছে।

সত্য ও নির্ভুল তথ্য পরিবেশনের অঙ্গীকার
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সংবাদ পরিবেশনে সঠিক ও নির্ভুল তথ্যের চাহিদা দিন দিন বেড়ে চলছে। আজকের সিলেট এই চ্যালেঞ্জ গ্রহণ করে সততা ও নির্ভুলতার মান বজায় রেখে কাজ করছে। তারা প্রতিটি সংবাদ উৎসের তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করে যা জনগণের মধ্যে আস্থা গড়ে তোলে।

বিশেষ করে বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসংক্রান্ত ইস্যুতে সময়োপযোগী, নির্ভরযোগ্য ও বিস্তারিত সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে। করোনাকালীন সময়ে সঠিক তথ্যের প্রয়োজনীয়তায় আজকের সিলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ধরনের দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সঠিক তথ্য পৌঁছানোর জন্য অপরিহার্য।

সিলেট অঞ্চলের মানুষের কণ্ঠস্বর
‘আজকের সিলেট’ সিলেট অঞ্চলের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। তারা সামাজিক ও অর্থনৈতিক নানা সমস্যার প্রতিবাদ, দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে সাহসী প্রতিবেদন প্রকাশ করেছে। মানুষের অধিকার রক্ষায় ও সরকারের কাছে জনগণের দাবি পৌঁছে দিতে ‘আজকের সিলেট’ বিশেষ ভূমিকা রেখেছে।

এই সাংবাদিকতা সমাজের বিভিন্ন অসংগতি দূরীকরণে ভূমিকা রাখে এবং সরকারের প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণে সহায়তা করে। এটি সিলেটবাসীর ন্যায়পরায়ণ ও সচেতন কণ্ঠস্বর হয়ে উঠেছে।

সাংবাদিক সমাজে নেতৃত্ব ও পেশাদারিত্ব
প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর নেতৃত্বে ‘আজকের সিলেট’ সাংবাদিকতায় পেশাদারিত্ব ও নৈতিকতার প্রতীক হয়ে উঠেছে। তাদের দূদর্শী নেতৃত্ব, পেশাদারিত্ব ও নিষ্ঠার কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে ও উন্নতি করেছে।

এছাড়াও দক্ষ ও নিবেদিত সাংবাদিক ও কর্মীরা কঠোর পরিশ্রম করে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করছেন। তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পেছনে নেই। এই ধরণের পেশাদারিত্ব দেশের সাংবাদিক সমাজের জন্য আদর্শ।

ভবিষ্যতের প্রত্যাশা ও লক্ষ্য
১৪ বছর ধরে সিলেটবাসীর আস্থা অর্জন করে ‘আজকের সিলেট’ এখন আরো সমৃদ্ধ ও প্রভাবশালী হওয়ার পথে রয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা, মানবাধিকার, পরিবেশ, শিক্ষা ও প্রযুক্তি খাতে তারা আরও নিবিড় কাজ করবে। তরুণ ও মেধাবী সাংবাদিকদের প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে সাংবাদিকতা মান উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আরও বিস্তৃত করবে। জনগণের কাছে তথ্য পৌঁছানোর গতি ও গুণগত মান উন্নত করতে কাজ করবে। সত্য ও ন্যায়ের পথে ‘আজকের সিলেট’ নিরলস এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

কৃতজ্ঞতা ও শুভকামনা
‘আজকের সিলেট’ এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আমি প্রধান সম্পাদক, সম্পাদক, সাংবাদিক, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণেই এই প্রতিষ্ঠান আজকের অবস্থানে।

আমার বিশ্বাস ও আশা, আগামীদিনেও ‘আজকের সিলেট’ নির্ভুল, সৎ ও দায়বদ্ধ সাংবাদিকতার মাধ্যমে সিলেটবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করবে এবং সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

মাল্টিমিডিয়া সাংবাদিকতায় ‘আজকের সিলেট’-এর অগ্রগতি
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার ধরণ বদলেছে। কেবল লিখিত সংবাদ আর ছবি নয়, আজকাল ভিডিও, অডিও, ইনফোগ্রাফিকসসহ বিভিন্ন মাল্টিমিডিয়া উপকরণের মাধ্যমে সংবাদ পরিবেশনা জনগণের কাছে আরও প্রাঞ্জল ও কার্যকর হয়ে উঠেছে।

‘আজকের সিলেট’ এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অসাধারণ অগ্রগতি করেছে। তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও রিপোর্ট, ফটোস্টোরি, লাইভ আপডেটসহ নানা আধুনিক পদ্ধতি ব্যবহার করে সিলেটবাসীর কাছে সংবাদ দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিচ্ছে।

আমরা সবাই আশা করি, ‘আজকের সিলেট’ মাল্টিমিডিয়া সাংবাদিকতায় আরও নতুন মাত্রা যোগ করবে এবং দেশের জ্ঞানভাণ্ডারে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

(লেখক : নিজস্ব প্রতিবেদক, ঢাকা পোস্ট ও আহবায়ক, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট।)

সিলেটজুড়ে


মহানগর