‘আজকের সিলেট’ পা রাখলো নতুন যুগে
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ PM

দীর্ঘ পথচলার গৌরবময় ১৪ বছর

‘আজকের সিলেট’ পা রাখলো নতুন যুগে

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১২:৪৯:৪৪ PM

‘আজকের সিলেট’ পা রাখলো নতুন যুগে


সোহেল আহমেদ : সিলেট অঞ্চলের প্রথম অনলাইন নিবন্ধিত সংবাদমাধ্যম ‘আজকের সিলেট’ আজ অত্যন্ত গৌরব ও আনন্দের সঙ্গে তার ১৪ বছরে পদার্পণ করেছে। “সিলেটের তথ্য বিশ্বজুড়ে” এই দৃঢ় শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে পত্রিকাটি। শুরুতে এটি ছিল পরীক্ষামূলক উদ্যোগ, কিন্তু সময়ের পরিক্রমায় তা হয়ে ওঠে একটি নির্ভরযোগ্য ও প্রভাবশালী অনলাইন পোর্টাল। দীর্ঘ পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি পাঠকের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থাকে পাথেয় করে ২০১২ সালের ৪ জুন ‘আজকের সিলেট’ তার আনুষ্ঠানিক পথচলা শুরু করে।

গত এক দশকেরও বেশি সময় ধরে ‘আজকের সিলেট’ শুধু খবর প্রকাশে সীমাবদ্ধ না থেকে সমাজের নানা সংকট, সম্ভাবনা ও সাফল্যের গল্প তুলে ধরেছে অগ্রণী ভূমিকার সঙ্গে। এই সংবাদমাধ্যমটি তথ্যের নির্ভরযোগ্যতা, নীতিগত সততা ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে অগণিত পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। স্থানীয় সংবাদ থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলীও ‘আজকের সিলেট’ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তুলে এনেছে পাঠকের দরবারে।

এই দীর্ঘ পথচলায় ‘আজকের সিলেট’-এর পাশে যাঁরা ছিলেন—সাংবাদিক, লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো শুভেচ্ছা। ভবিষ্যতেও একটি আলোকিত, সচেতন ও তথ্যভিত্তিক সমাজ গঠনে ‘আজকের সিলেট’ অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকুক এই প্রত্যাশা করি। সততা, সাহসিকতা ও দায়িত্ববোধকে অবলম্বন করে আজকের সিলেট এগিয়ে যাক আরও দূর, আরও দৃঢ়তার সঙ্গে।

(লেখক : সদস্য, আহবায়ক কমিটি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।)

সিলেটজুড়ে


মহানগর