বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী মনোনয়ন চাইবেন কি না—সে বিষয়ে দলীয়ভাবে কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাকেই প্রার্থী হিসেবে মেনে নেবে দল। এক সময় দল চেয়েছিল তিনি সেখানে নির্বাচন করুন, কিন্তু তিনি বারবার বলেছেন, তিনি সেখানে যাবেন না। এখন দল যদি মনে করে আরিফ ভাইকে, আমাকে বা অন্য কাউকে মনোনয়ন দেবে—মূল কথা হলো, দল যাকেই মনোনয়ন দেবে, সেই হবেন বিএনপির প্রার্থী। এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো স্থান নেই।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি নিজেও সিলেট-৪ আসনের একজন প্রার্থী। দল আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে, ডেকেছে। আপাতত বিষয়টি হোল্ড আছে। বিএনপি একটি সংগঠিত দল। এখানে ব্যক্তিগত অবস্থান নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 












