বৈশাখের প্রথমে প্রচণ্ড গরম: আবহাওয়া পূর্বাভাস
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৯

বৈশাখের প্রথমে প্রচণ্ড গরম: আবহাওয়া পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০২:৩২:৪১

বৈশাখের প্রথমে প্রচণ্ড গরম: আবহাওয়া পূর্বাভাস


সিলেটে বৈশাখের প্রথম দিনে তাপপ্রবাহ প্রচন্ড। নেই বৃষ্টি তাপমাত্রা জটিল ভাবে বেড়েছে। সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। ফলে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সিলেট বিভাগসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

 আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গরমের মধ্যে দুঃসংবাদ শোনালো আবহাওয়া অফিস। দেশের ছয় বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে ও বিস্তার লাভ করবে। তাপমাত্রা আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবারও বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর-পূর্বাংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর