উপজেলো নির্বাচনে প্রার্থী হলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা
শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫৮

সিদ্ধান্ত মানছেন না জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মহিলা দলের সাংগঠনিক

উপজেলো নির্বাচনে প্রার্থী হলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা

আহমেদ পাবেল

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৮:৪৯:০৯

উপজেলো নির্বাচনে প্রার্থী হলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা


উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে সিলেটে আরো দুই প্রভাবশালী বিএনপি নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন। তারা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) শাহ আলম স্বপন ও সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান। এর মধ্যে শাহ আলম স্বপন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং পলিনা রহমান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, এই সরকারের অধিনে কোন নির্বাচনে অংশ না নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং আন্দোলন চালিয়ে যাওয়া সমমনা রাজনৈতিক দলসমূহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির সর্বোচ্ছ নীতিনির্ধারক জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যে নির্বাচনে অংশ না নেয়ার জন্য ঘোষনা দিয়েছে। এর এরই মধ্যে সিলেটে বিএনপির নেতানেত্রীরা প্রার্থী হওয়া নিয়ে রীতিমত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সিলেট বিএনপি দায়িত্বশীলরা।

এসব নেতাদের মধ্যে অনেককে ইতিপূর্বে নির্বাচনে অংশ নেয়ার কারনে দল থেকে বহিষ্কার করা হলেও তারা আবারো দলে ভিড়ে পদ পদবী ভাগিয়ে নিয়ে ফের একই কাজ করছেন। এনিয়ে দলের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আজকের সিলেটকে বলেন, শুধু এই দুইজনই নয়, যারাই দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ডামি সরকারের অধিনে পাতানো নির্বাচনে অংশগ্রহন করবেন তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। কে কত বড় নেতা তা দেখার বিষয় নয়, দলের কমান্ড না মানলে এই দলের জায়গা হবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ডের বার্তা খুবই পরিষ্কার যে, এই ফ্যাসিস্ট সরকারের অধিনে কোন ডামি নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক পদমর্যাদায় কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।

আজকের সিলেট/পিএ/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর