জৈন্তাপুরে জামায়াতের প্রার্থী জয়নাল, সরে দাঁড়ালেন গোলজার
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৩

উপজেলা নির্বাচন ২০২৪

জৈন্তাপুরে জামায়াতের প্রার্থী জয়নাল, সরে দাঁড়ালেন গোলজার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৭:০৪:২৪

জৈন্তাপুরে জামায়াতের প্রার্থী জয়নাল, সরে দাঁড়ালেন গোলজার


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এই উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলজার আহমদ হেলাল দলের মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত জয়নাল আবেদীনকেই মনোনয়ন দিয়েছে দলটি। আর দলের সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়িয়েছেন সাংবাদিক গোলজাল আহমদ হেলাল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট অনলাইনে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক গোলজার আহমদ হেলাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জৈন্তাপুর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান জৈষ্ঠ্য সাংবাদিক গোলজার আহমদ হেলাল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাজ করছিলেন।নির্বাচনে তাঁর পূর্ণ প্রস্তুতি থাকার পরও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রেস-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুরুব্বি ও শুভাকাঙ্ক্ষীরা জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: জয়নাল আবেদীনকে সমর্থন করে তাঁকে সহযোগিতা করতে তাকে অনুরোধ জানান। তিনি নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তাদের আহবানে সাড়া দেন এবং সংগঠনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে দলীয় নির্দেশনা মোতাবেক ঘোষিত প্রার্থী মোঃ জয়নাল আবেদীনের পক্ষে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনে অংশগ্রহণ না করলেও একটি মডেল ,টেকসই ও স্মার্ট উপজেলা গড়ার স্বপ্নচারী গোলজার আহমদ হেলাল বলেন, উপজেলা পরিষদ সকলের।সকল নাগরিকের,কোন ব্যক্তি বা দলের নয়।তাই একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলা গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা,অভিলাষ,আকাংখা প্রতিফলিত হয়।সমাজের চিত্র পাল্টানো যায়। তিনি সততা,সাহসিকতা,মেধা ও দক্ষতার সমন্বয়ে সর্বস্তরে যোগ্য নেতৃত্বের দ্বারা সকলের অংশগ্রহণমুলক কর্মকান্ডের মাধ্যমে টেকসই সমাজ গড়তে আগামী দিনের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।তিনি বলেন, আলোকিত সোনার জৈন্তা বিনির্মাণ-ই হোক জৈন্তাপুরবাসীর অঙ্গীকার। তিনি সব সময় জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও গণমানুষের পক্ষে কাজ করবেন এবং সাধারণ জনগণের পাশে থাকবেন, এই আশাবাদও ব্যক্ত করেন।

জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সংসদ নির্বাচন করার অভিপ্রায়ে গত উপজেলা নির্বাচনে প্রার্থী হননি। সেই সময় থেকে জামায়াতের একটি বড় অংশ সাংবাদিক গোলজার আহমদ হেলালকে চেয়ারম্যান প্রার্থী করার জন্য মাঠে কাজ শুরু করে।

আসন্ন উপজেলা নির্বাচনে জয়নাল আহমদ আবারো দলের মনোনয়ন চাইলে গোলজার আহমদ হেলালের জন্য বিপাকে পড়েন। পরে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগীর আমীর ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় নির্বাচন থেকে সরে দাঁড়ান গোলজার আহমদ হেলাল।

স্থানীয় সূত্রমতে, গোলজার আহমদ হেলাল নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দলের একটি বড় অংশ এখনো তার সাথে রয়েছে। তারা কোন ভাবেই জয়নাল আবেদীনের বিভিন্ন কর্মকাণ্ডে না খোশ, তারা কোন ভাবেই তাকে মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনে বড় ধাক্কা খেতে হবে জামায়াতের প্রার্থীকে।

জৈন্তাপুর উপজেলা শিবিরের একাধিক দায়িত্বশীল নেতা বলেন, জয়নাল আবেদীন চেয়ারম্যান নির্বাচতি হওয়ার পর দলের কোন লাভ হয়নি। তিনি নিজের ব্যাক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। দলের কর্মীদের মূল্যায়ন করার প্রয়োজনীয়তা অনুভব করেন নি।

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল নেতা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে গত নির্বাচন অংশ নেন নি। এখন তিনি আবার কি কারনে প্রার্থী হচ্ছেন তা আমাদের বোধগম্য নয়।

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন জামায়তের দুইজন দায়িত্বশীল নেতা বলেন, তিনি দীর্ঘ দিন উপজেলা চেয়ারম্যান থাকার পরও কোন উন্নয়ন করতে পারেন নি। দল এবার প্রার্থী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর