সিলেটে ফিতরার সর্বনিম্ন পরিমাণ ৯৯ টাকা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৩

দরগাহ মাদরাসা ও জালালাবাদ ইমাম সমিতির যৌথ বৈঠক

সিলেটে ফিতরার সর্বনিম্ন পরিমাণ ৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০১:০৯:৩৪

সিলেটে ফিতরার সর্বনিম্ন পরিমাণ ৯৯ টাকা


জামেয়া কাসেমুল উলূম দরগহে হযরত শাহ জালাল রহ. সিলেট মাদরাসায় জালালাবাদ ইমাম সমিতি ও জমিয়ার ফতোয়া বোর্ডের যৌথ সভা অনুষ্টিত হয়৷ উক্ত সভায় চলতি ১৪৪৫ হিজরি মোতাবেক ২০২৪ ইসায়ী সনের নিম্নলিখিত হারে সাদাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারন করা হয়৷

বৈঠকে ব্যাপক পর্যালোচনা ও বাজার যাচাই করে খাদ্যদ্রব্য কিশমিশ এর পরিমাণ অনুযায়ি ১৬৫০/- টাকা, খেজুরের পরিমাণ অনুযায়ি ৯৯০/- (আদায়ের সুবিধার্থে এক হাজার) টাকা এবং খাদ্যদ্রব্য আটার পরিমাণ অনুযায়ি সর্বনিম্ন ৯৯/- (আদায়ের সুবিধার্থে একশত) টাকা হারে নির্ধারন করা হয়৷

যৌথ সভায় উল্লেখিত ফিতরা নির্ধারনের রেজুলেশনে স্বাক্ষর করেন জামিয়া দরগাহ এর প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, জালালাবাদ ইমাম সমিতির ফতোয়া বৌর্ডের জিম্মাদার মুফতি রশিদ আহমদ ও জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ প্রমূখ৷

আজকের সিলেট/এসআইচ/এসটি

সিলেটজুড়ে


মহানগর