সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক নিয়োগ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৮

সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক নিয়োগ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১২:৩২:৪৯

সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক নিয়োগ


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সিকৃবির প্রাণিপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, তারা নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২৩ মার্চ থেকে কার্যকর সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য প্রচলিত শর্তে প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, আমি কৃতজ্ঞতা জানাই উপাচার্যের প্রতি তিনি আমাকে এ পদের জন্য যোগ্য বিবেচনা করেছেন। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্রদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার সঙ্গে আগে থেকেই পরিচিত। আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক থেকে আজ প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবো। এ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি আন্তরিক আহ্বান জানাবো তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে প্রক্টরিয়াল বডি কাজ করে যাবে।

নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর মূলত ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। আমরা ছাত্র-ছাত্রীদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যেন সমান সুযোগ পায় সেই বিষয়টি খেয়াল রাখবো। আমি নিজেই একজন সংস্কৃতিমনা মানুষ। আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠনের (কৃষ্ণচূড়া) সভাপতির দায়িত্ব পালন করছি। আমি জানি শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো নিশ্চিত করলে তারা পড়াশোনার পাশাপাশি যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ছাত্র নির্দেশনা দপ্তর সর্বদা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। তাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে।

এর আগে গত ১৩ মার্চ সিকৃবির পূর্ববর্তী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে একসঙ্গে পদত্যাগ করায় এ নিয়োগ দেওয়া হয়েছে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর