মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের মতবিনিময়
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫৫

মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের মতবিনিময়

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৫:১২:১৩

মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের মতবিনিময়


সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে মধ্যনগর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া।

বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নিজের প্রার্থীতা ঘোষনা করেন আব্দুর রাজ্জাক ভূঁইয়া।

তিনি বক্তব্যে তুলে ধরেন-আসন্ন উপজেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন। নবসৃষ্ট এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিক রাখবে। অবকাঠামোগত উন্নয়ন এবং বিনির্মাণে সৎ, কর্মট, সুশিক্ষিত, বিচক্ষণ ও দক্ষ সেবা মননশীল মানুষের প্রয়োজন।

তিনি বলেন-আমি শান্তিতে বিশ্বাসী, তাই নিজের সর্বস্ব বিলিয়ে মধ্যনগর সদর, চামরদানী, দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের আপমর জনসাধারণের সেবায়  নিজেকে সমর্পন করতে চাই। আপনারা জাতির বিবেক ও সমাজের দর্পন। সেই দায়িত্ববোধ থেকে  নিরপেক্ষ,বস্তুনিষ্ঠ সংবাদ ও লিখনীর মাধ্যমে আমাকে সার্বিক সহযোগীতা করার প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন-আশা রাখছি আসন্ন ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার প্রতিটি ভোটারের সমর্থন, ভালবাসা, দোয়া ও আশির্বাদ নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায় কাতার চেরিটির মাধ্যমে মধ্যনগর ও ধর্মপাশা সহ প্রায় অর্ধশত মসজিদ নির্মাণ,মাও ও শিশু কল্যাণ কেন্দ্র, মাদরাসা, মমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ভূমি দানে সহযোগিতা,পঞ্চাশটির অধিক পরিবারকে বাসস্থান দিয়ে আশ্রয় দানে সহযোগিতা ও মধ্যনগর উপজেলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং বিগত শতাব্দিকালের ভয়াল বন্যায় দেশী, বিদেশী অর্থঅয়ন ও তার পারিবারিক উদ্যোগে প্রায় সাড়ে চার কোটি টাকার ত্রাণ সহযোগিতার চিত্র উঠে আসে মতবিনিময়কালে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, মদ্যনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতিক ফারুকী,সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত,যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,প্রভাষক মামুন মিয়া,মুসলিম উদ্দীন প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর