সুনামগঞ্জে সাড়া জাগিয়েছে ‘মনুষ্যত্বের ন্যায্যমূল্যের দোকান’
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৮

সুনামগঞ্জে সাড়া জাগিয়েছে ‘মনুষ্যত্বের ন্যায্যমূল্যের দোকান’

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৪ ০১:০৯:০০

সুনামগঞ্জে সাড়া জাগিয়েছে ‘মনুষ্যত্বের ন্যায্যমূল্যের দোকান’


রমজান মাস এলেই মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়ে। প্রতি রজমানেই এই চিত্র লক্ষ করা যায়। এ অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মনুষ্যত্ব ফাউন্ডেশন।

সুনামগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) আব্দুল মজিদ প্লাজার তৃতীয় তলায় খোলা হয়েছে বিনা লাভের ‘মনুষ্যত্বের ন্যায্যমূল্যের দোকান’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু রমজান মাসের জন্য কোনো প্রকার লাভ ছাড়াই বিক্রি করা হচ্ছে নিত্যপণ্য। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা ও রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকে দোকান। দোকানে কর্মী হিসেবে স্বেচ্ছায় কাজ করছেন ফাউন্ডেশনের সদস্যরা।

পণ্যের ক্রয়মূল্যের সঙ্গে ১/২ টাকা পরিবহন খরচ যুক্ত করে বাজারমূল্য থেকে অনেক কম দামে বিক্রি করা হচ্ছে চাল, ডাল, ছোলা, মটর, খেজুর, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, তেলসহ নিত্যপণ্য। এতে অনেক খুশি ক্রেতারা। সংশ্লিষ্টরা বলছেন, নিজেদের আর্থিক ক্ষতি হলেও রমজানে স্বস্তিতে পণ্য কিনে লাভবান হচ্ছেন সাধারণ জনগণ। এটাই লক্ষ্য ও উদ্দেশ্য।

মনুষ্যত্ব ফাউন্ডেশনের কর্মীরা প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ (ভারতীয়) ৮০ টাকা, রসুন দেশী ১৩৫, আদা ২০০ টাকা, চিনি ১১০ টাকা, ছোলা ১০৫ টাকা, মসুর ডাল ১০৫ টাকা কেজি বিক্রি করছেন। ক্রেতা মফিজুর মিয়া বলেন, ‘বাজারের দোকান তাকি এই দোকানও খম দামে জিনিসপত্র পাওয়া যায়।’

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আল মাহমুদ রাহী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা রক্তদান, লাশ দাফন, অ্যাম্বুলেন্স সেবাসহ নানা কাজ করছি। আমরা চাই সুনামগঞ্জের নামের সঙ্গে মনুষ্যত্ব ফাউন্ডেশনের নাম জড়িত থাকুক।’

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘পবিত্র রমজান মাসে মনুষ্যত্বের ফাউন্ডেশন কম দামে মানুষকে নিত্যপণ্য কেনার সুযোগ দিচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর