সিলেট নগরীর লালদিঘীর পাড় নতুন হকার মার্কেটে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষে ২৫ জন আহত হয়েছেন। ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার। রোববার বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষ হয়।
মহানগর হকার কল্যান ঐক্য কল্যান পরিষদ ও সিলেট মহানগর হকার দলের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অংশ নেয় মহানগর শ্রমিক দলের নেতা কর্মীরাও। হকারের লাইন ও চাঁদাবাজি নিয়ে এ সংঘর্ষ বাধে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগর হকার কল্যান পরিষদ সভাপতি রকিব আলী ও সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম ও হকার দলের নেতা খোকনের মধ্যে দন্ধ চলে আসছিল। এ দন্ধের ঝেড় ধরে রোববার বিকেলে শ্রমিক দল নেতা নুরুল ইসলাম ও খোকনের নেতৃত্বে এক দল লোক লাল দঘি হকার মার্কেটে হানা দিয়ে দোকানিতের কাছ থেকে লাইনের চাঁদা উঠাতে চাইলে প্রতিবাদ করে হকার ঐক্য পরিষদের রোমন, সুমনসহ কয়েকজন। এতে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হলে হামলাকারীরা বিভিন্ন দোকান তছনছ করে। এসময় ইটপাটকেল ও লাঠির আঘাতে কমপক্ষে ২৫ জন আহত হন। সংঘর্ষকালে হকার ঐক্য পরিষদ সভাপতি রকিব আলী সিলেটের বাহিরে ছিলেন বলে জানা গেছে।
রকিব আলী জানান, তাদের হকার ঐক্য কল্যান পরিষদের তত্বাবধানে লালদিঘির পাড় মাঠে হকার পূণর্বাসন করা হলে শ্রমিক দল ও হকার দলের নেতাকর্মীরা মার্কেটের নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করে আসছিল। এর জের ধরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সন্ধ্যে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনা মামলা হয়নি বলেও জানান তিনি।
আজকের সিলেট/স্টাফ/কে.আর