সিলেটে ৬ লাইনের রাস্তা হলে শিল্প বিনোয়োগ বাড়বে
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২০

আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ইফতার

সিলেটে ৬ লাইনের রাস্তা হলে শিল্প বিনোয়োগ বাড়বে

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৪:৫৬:৫২

সিলেটে ৬ লাইনের রাস্তা হলে শিল্প বিনোয়োগ বাড়বে

ছবিঃ আমিনুল হক


সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আজমানের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি এম এ কুদ্দুস খাঁ মজনু। সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ে দূতালয় প্রধান আশফাক হোসেন সায়েম। আমন্ত্রিত অতিথি ছিলেন হযরত শাহজালাল দারুচুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম ও প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচক মাওলানা আব্দুল আহাদ জিহাদী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মলিক, উপদেষ্টা মুজিবুল ইসলাম, পৃষ্ঠপোষক শাহ আলম, আলীম উদ্দিন জমশেদ, নাসিরুল হক, আব্দুল মজিদ, সহ সভাপতি আব্দুল্লাহ  কাইয়ুম, আব্দুল আজিজ উজ্জল, মোহাম্মদ আলী সোহেল, মোহাম্মদ হাফিজ মিয়া, আতাউর রহমান মাসুম, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের সভাপতি কামাল হোসেন সুমন, ব্যবসায়ী নজরুল ইসলাম, ডাক্তার শামসুল ইসলাম, আবুল কালাম, প্রফেসর কবির উদ্দিন, আজমান বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মির্জা হাবিবুর রহমান ও পবিত্র কোরআন থেকে তেলাওয়ায় করেন মাওলানা দেলোয়ার হোসেন সাদি।

আরো বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, শাহিন আহমেদ তালুকদার, সবুজ হাসান, প্রকৌশলী সালাউদ্দিন, মুহিত চৌধুরী, হুমায়ুন রশিদ, ইমন চৌধুরী, রিপন মজুমদার, মোহাম্মদ ইরন খান, দেলোয়ার হোসেন লোকমান, তোফায়েল চৌধুরী, ক্বারী মাহমুদুর রহমান, সাজ্জাদুর রহমান সাচ্চু, ফয়জুর রহমান, মোহাম্মদ জরিপ মিয়া, মির্জা আবু সুফিয়ান, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুস সামাদ, রাজু আহমেদ তারেক, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ বারী, জুনেদ মিয়া, রাকিবুল ইসলাম, শাহাব উদ্দীন, জাহিদ আহমদ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, সিলেটে ৬ লাইনের রাস্তার বাস্তবায়ন হলে দেশের উত্তর পূর্ব এ অঞ্চলে শিল্প বিনোয়োগ বাড়বে। সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরী থাকলেও শিল্প বিনোয়োগে আগ্রহী সিলেটের প্রবাসিরা। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে গড়ে উঠবে আরো শিল্প কারখানা। প্রবাস ফেরত শ্রমিকদের কর্মসংস্থান তৈরী হবে।

UAE

সিলেটজুড়ে


মহানগর