বিএনপির স্মারকলিপি গ্রহণ করার মতো মন মানসিকতা সরকারের নেই : কয়েস লোদী
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২৮

বিএনপির স্মারকলিপি গ্রহণ করার মতো মন মানসিকতা সরকারের নেই : কয়েস লোদী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০৮:০৮:০৫

বিএনপির স্মারকলিপি গ্রহণ করার মতো মন মানসিকতা সরকারের নেই : কয়েস লোদী


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,  সিলেটের কোটি মানুষের প্রাণের স্পন্দন  এম. ইলিয়াস আলী আজ থেকে এক যুগ পূর্বে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি,  সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীরকরণ এবং ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ইলিয়াস আলীর টিপাইমুখে  বাদ নির্মাণে প্রতিবাদে দীর্ঘ লংমার্চ করেছিলেন, ঐতিহাসিক রেজিস্ট্রি ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিততে জনসভায় দুর্নীতিবাজ মন্ত্রীদের পায়ে ডাণ্ডাবেড়ি পরানোর হুংকার দিয়েছিলেন। সরকার ভীত ছিল যে, ইলিয়াস আলী মতো নেতারা প্রকাশ্য থাকলে তাদের দেশবিরোধী নীলনকশা বাস্তবায়ন করতে পারবেনা। তাই ইলয়াস আলী সহ আমাদের শতশত নেতাদের গুম করা হয়েছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর ১২ তম গুম দিবসে নিখোঁজ নেতাকে ফিরে পেতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নেতা সাবেক একজন সংসদ সদস্যের সন্ধান দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে এসে অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করলাম কিন্তু দেশে সার্ব বৃহত্তর রাজনৈতিক দলের একটি স্মারকলিপি পর্যন্ত গ্রহব করার মনষিকতা ডামি সরকারের কর্মকর্তাদের নেই। আমরা ডকেটে স্মারকলিপি দিয়ে গেলাম। মজলুম জনতার বিজয় হবে, দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর