মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
বুধবার, ০১ মে ২০২৪, ০৬:০৮

মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৪:২৬:৫৬

মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্দ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান


"মেধার আলোয় বিকশিত হোক'সুপ্ত প্রতিভা" প্রতিপাদ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মেধাবী শিক্ষার্থীকে ও প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেছে এসপি রায় ফাউন্ডেশন। বৃহস্পতিবার তিনটার সময় মধ্যনগর সদরে এসপি রায় ফাউন্ডেশন কার্যালয়ে সত্তাধিকারী শিক্তিপদ রায়ের পক্ষে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

উপজেলার কয়েকটি মাধ্যমিক,উচ্চ পর্যায়ের এগারোজন মেধাবী সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে দুই হাজার করে নগদ অর্থ ও এক হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড প্রদান করে এসপি রায় ফাউন্ডেশন কতৃপক্ষ। 

এসময় সংক্ষিপ্ত আলোচনা উন্মোচন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি ফাউন্ডেশনের উপদেষ্টা বসন্ত কুমার বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্ত্রী, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, ফাউন্ডেশনের সদস্য ইভা রায় চৌধুরী, পুজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, পুরঞ্জয় সাহা রায়, শিক্ষক শুভেন্দু ভট্টাচার্য, অমিত রায় চৌধুরী জয়, শিক্ষক জুয়েল আকন্দ, প্রমুখ। 

ব্যাতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েন মধ্যনগরের সামাজিক সহ অসংখ্য সংগঠনের লোকজন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর