গ্রামীণফোনের শেয়ারদরে বড় পতন
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৮

গ্রামীণফোনের শেয়ারদরে বড় পতন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৭:৩৬:২৯

গ্রামীণফোনের শেয়ারদরে বড় পতন


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন ২ হাজার ৫৫৪ বারে ৭ লাখ ৪৩ হাজার ৪১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৮ বারে ৪ লাখ ১৬ হাজার ৯৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৩৪ বারে ৭১ লাখ ৮৬ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রয়েছে-এসবিএসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, আইসিবি এমপ্লইজ প্রভিডেন্ড এমএফ ১: স্কিম ১, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স এবং আএফআইসি ব্যাংক পিএলসি।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর