বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪২

বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৯:০২:১০

বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ


সদ্য ঘোষিত বিয়ানীবাজার উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

রোববার দুপুরে স্থানীয় ছাত্রলীগের কিছু অংশ এই কর্মসূচি পালন করে।  এতে অগঠনতান্ত্রিক উপায়ে বহিরাগত ও অছাত্রদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে নানা শ্লোগান দেয় তারা। 

পৌরশহরের সওজ ডাকবাংলো থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে সড়ক অবরোধ করে মূলধারা গ্রুপের নেতাকর্মীরা। 

নেতাকর্মীদের অভিযোগ- বহিরাগত, অছাত্র, মামলার আসামী, কিশোর বয়সীসহ অপরাধে জড়িতরা ছাত্রলীগের কমিটিতে ঠাঁই পেয়েছে। এতে প্রকৃত ছাত্ররা বাদ পড়েছে বলেও অভিযোগ তাদের। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। 

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রনি রেজা, নাইম উদ্দিন খান, মাজেদুল হক শিপু, তরিকুল ইসলাম, মাহবুব আহমদ, ফারহান মহি, জুনেদ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।

আজকের সিলেট/ডি/কেআর

সিলেটজুড়ে


মহানগর