২১ নভেম্বর ২০২৩


আধিপত্যের দ্বন্দ্বে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর পূর্ব শাহী ঈদগাহ টিভি গেইট এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আরিফ (২০) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত আরিফ এই এলাকার ফটিক মিয়ার পুত্র।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের কর্মীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।এসময় এলোপাতাড়ি কুপানোর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। তিনি ছাত্রলীগের নাজমুল গ্রুপের সক্রিয় কর্মী।

সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য জানান, সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেয়ার করুন