১৫ মার্চ ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি : আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও কুরআন খতমের আয়োজন করেছেন নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মার্চ) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও পবিত্র কুরআন খতমে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ২৭টি ওয়ার্ডের কাউন্সিলারদের ভোটে নির্বাচিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সকল কর্মসূচী বাস্তবায়ন করতে চান। তাই মাজার জিয়ারত ও কুরআন খতমে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল মাজারে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানান তারা।