You Are Here: Home»শীর্ষ সংবাদ»ফেন্সুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফেন্সুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের (৭০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আনুমানিব বয়স ৭০ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায় নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেন্সুগঞ্জের মাইজগাাঁও রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট জিআরপি থানা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।