২৩ মে ২০২৩


টলিউড পেরিয়ে এবার বলিউডে পা রাখছেন যশ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : টলিউড পেরিয়ে এবার বলিউডে পা রাখছেন যশ দাশগুপ্তা। গ্যাংস্টার চলচ্চিত্রের মধ্যে দিয়ে টলিউডে সূচনা হয় এই অভিনেতার। চলতি বছরেই বলিউডে তার অভিষেক হচ্ছে বলে জানা গেছে।

‘ইয়ারিয়াঁ-২’ সিনেমাটি নির্মাণ করছেন ভিনাই সাপরু ও রাধিকা রাও। এটি প্রযোজনা করছেন ভুষাণ কুমার, দিব্যা খোসলা কুমার ও কৃষাণ কুমার। যশ দাশগুপ্ত ছাড়া এতে আরও অভিনয় করবেন দিব্যা খোসলা কুমার, মিজান জাফরি, পিয়াল ভি পুরি, অনস্বরা রাজন, প্রিয়া প্রকাশ ভেরিয়ার ও ওয়ারিনা হুসাইন। সিনেমাটির পরিবেশক টি-সিরিজ।

‘ইয়ারিয়াঁ-২’ সিনেমা দিয়েই বলিউড দর্শকদের মন জয় করবেন যশ দাশগুপ্ত। আসছে ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

বলিউড যাত্রা প্রসঙ্গে দাশগুপ্ত বলেন, প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমাকে ওরা মুম্বইয়ে একটা মিটিংয়ের জন্য ডেকেছিলেন। তখন মুম্বাইয়ে নুসরাতেরও একটা শুট ছিল।

তিনি আরও বলেন, আমি যাওয়ার পর ভূষণ কুমারের (ছবির প্রযোজক) সঙ্গে কিছু ক্ষণ কথা হয়। সে দিনই জানতে পারলাম, আমি নির্বাচিত হয়েছি। আসলে ওরা আমার কাজ আগেই দেখেছিলেন। হয়তো মুখোমুখি একবার দেখা করতে চাইছিলেন।

বলিউডপ্রেমীরা আশা করছেন যশ দাশগুপ্ত তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তিনি তার অভিনয় নৈপুণ্যতা দিয়ে সবার মন জয় করবেন।

যশ দাশগুপ্ত বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক ও গ্যাংস্টার চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত। যশ দাশগুপ্ত কলকাতায় অনুষ্ঠিত উনিশ কুড়ি স্ট্রেক্স গ্লাম হান্ট এর গ্ল্যাম কিং শিরোপা জিতেন। তিনি মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে অভিনয়ে ক্যারিয়ার তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং ২০০৯ সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিষেক ঘটান।

তিনি ২০০৯ – ২০১২ পর্যন্ত হিন্দি ধারাবাহিকে কাজ করার পর তিনি ২০১৩ – ২০১৬ পর্যন্ত একটি বাংলা ধারাবাহিকে এ কাজ করেন। ধারাবাহিক গুলোর নাম হলো: ২০০৯ সালে কই আনে কো হাই, বন্দিনি, বাসেরা। ২০১০ সালে না আনা ইস দেস লাদো। ২০১২ সালে মাহিমা শানি দেভ কি, আদালত। ২০১৩ সালের বাংলা ধারাবাহিক টির নাম হলো বোঝেনা সে বোঝেনা।

২০১৬ সালে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক টির সমাপ্তি ঘটার পর, ঐ একই বছরে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত এর চলচ্চিত্রে অভিষেক ঘটে।

শেয়ার করুন