৩ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে দেলোয়ার হোসেন নামে এক সোনো সদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত সেনা সদস্যের বাড়ি মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে।
শনিবার বেলা ৩ টার দিকে সিসিকের মূল ভবন লাগোয়া সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নির্মাণসংশ্লিষ্ট ১৭ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশ।
জানা গেছে, বিকেল তিনটার দিকে সিটি সুপার মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলেন ল্যান্স কর্পোরাল দেলোয়ার হোসেন। এসময় সিসিকের নির্মাণাধীন বহুতল ভবনের (বিল্ডিংয়ের) ১২ তলা ছাদ থেকে একটি স্টিলের পাইপ এসে মাথায় পড়লে তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ভাবে ব্যবসায়ী ও পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তের জন্য ৭ সদস্য বিসিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়োছে। ৭২ ঘন্টার মধ্যে ওই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়াের নির্দোশ দেওযা হয়েছে।