You Are Here: Home»শীর্ষ সংবাদ»রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর দায়ে যুবক আটক
রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর দায়ে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দক্ষিণ সুরমায় মোঃ মাসুম আহমেদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯। মাসুম দক্ষিণ সুরমার শেখের গাও এলাকার আ. মহিতের ছেলে।
সোমবার রাতে উপজেলার ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল সম্মান হানিকর ছবি পোষ্ট শেয়ার ও রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।’