৭ আগস্ট ২০২০


চৌহাট্টায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর চৌহাট্টায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের একজনের মৃত্যু হয়েছে। আর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম- রাফি (১৭)। সে নগরীর হাওয়াপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিনের পুত্র। নিহত রফিক হাওয়াপাড়া এলাকার ‘জালালাবাদ এয়ার কন্ডিশন’ নামক একটি দোকানে কাজ করত বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাহ আলম (২২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪ টার দিকে সিলেটের চৌহাট্টাস্থ ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রিকাবিবাজার থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিলো, আর মোটরসাইকেলটি রংপথে চৌহাট্টা থেকে রিকাবিবাজারের দিকে যাচ্ছিলো। ট্রাক ও মোটরসাইকেল যখন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে পৌঁছায় তখন সংঘর্ষটি ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন