২০ অক্টোবর ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ টা পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে একটানা ভোট গ্রহণ করা হয়। এতে ১৫ টি কেন্দ্রে ৯৯৪ টি ভোটের মধ্যে ৯৪৪ টি ভোট পড়ে। এতে মিছবাহুর রহমান ৭৩৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি এম এ রহিম পেয়েছেন ২ শ ভোট।
১৫ টি কেন্দ্রের প্রার্থীদের এজেন্ট সুত্রে এই তথ্য পাওয়া গেছে।
তবে জেলা রিটার্নিং কর্মকর্তা এখনো ফল ঘোষণা করেননি। তাদের হাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ টি কেন্দ্রের রেজাল্ট এসেছে এবং সেগুলোতে মিছবাহুর রহমান এগিয়ে আছেন।