২৭ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : সুরমা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট সিঁড়ি দিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নগরের সুবিদবাজারের বাসিন্দা জাহেদ আহমদ বলেন, ঘটনার সময় ব্রিজের ওপর থেকে দেখি নদীর মাঝখানে একজন ডুবে যাচ্ছেন। দেখতে দেখতে লোকটি তলিয়ে যান। তাৎক্ষণিক জাতীয় পরিষেবা ‘৯৯৯’এ কল দিয়ে সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরার নৌকা রিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ বলেন, গোসল করতে গিয়ে নদীর নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু এখনো তাকে উদ্ধার সম্ভব হয়নি।