২২ ডিসেম্বর ২০২২
মাধবপুর (হবিগঞ্জে) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে শশী সবর (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চা শ্রমিক শশী সবর সুরমা চা বাগানের ১০নং ডিভিশনের মৃত শম্ভু সবরের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে তেলিয়াপাড়া থেকে উপজেলা সদরে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে বেজুরা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে।