২৮ ডিসেম্বর ২০২২


সিলেট জেলা পরিষদে দ্বিতীয়বার প্যানেল চেয়ারম্যান হলেন রুবা

শেয়ার করুন

ডেস্ক নিউজ: সিলেট জেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে ১নং ওয়ার্ডের (সংরক্ষিত) সদস্য নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পরিষদের মাসিক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

জানা গেছে, সভায় সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান ১ হিসেবে ২ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতি, প্যানেল চেয়ারম্যান ২ হিসেবে ১৩ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তাক আহমদ পলাশ ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবাকে প্যানেল চেয়ারম্যান ৩ হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সিলেট জেলা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে রুবা জেবিন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায়, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদ সদস্যবৃন্দ ও সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা’র সকল ভোটার, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন