২০ ফেব্রুয়ারি ২০২৩
স্টাফ রিপোর্ট: সারাদেশের ন্যায় সিলেটে পালিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পৃথক ক্যাম্পেইনে অংশ নেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ।
সোমবার সকাল পৌনে ১০টায় রেড ক্রিসেন্ট সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের বিনোদীনি নগর মাতৃসদনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় সকল শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াতে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কর্মসূচির আওতায় নগরীর ৪২টি ওয়ার্ডে একযোগে নিয়মিত, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ প্লাস প্রদান করা হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হয়েছে।
সিসিকের ৪২টি ওয়ার্ডে ২২৩টি ইপিআই টিকা কেন্দ্র, নিয়মিত ২০টি, অস্থায়ী ৮২টি এবং অতিরিক্ত ২৩টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হয়। কর্মসূচি বাস্তবায়নে ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার এর সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূরুল আলম খান, রেড ক্রিসেন্ট সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, যব প্রধান পলাশ গুন, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভ, কার্যকরী সদস্য শামীমা ইসলাম শিলা, যুব সদস্য কুলসুমা বেগম সাথী।
যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সি এবং ১২ মাস থেকে ৫৯মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।