৫ জুন ২০২৩


আমরা সবাই সচেতন হলে সড়ক দূর্ঘটনা কমে আসবে : ইলিয়াস কাঞ্চন

শেয়ার করুন

জনি কান্ত শর্মা : নিরাপদ সড়ক চাই-নিসচা এ প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক চাই এই প্রতিবাদ করার সাহস আমি মানুষের ভালোবাসা থেকে পেয়েছি। চালক, পথচারী সবাই আমায় ভালোবাসেন। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা বাড়ছে। এ দূর্ঘটনা কমাতে হলে পথচারী থেকে সরকার সবাইকে এগিয়ে আসতে হবে। চালক ভাইদের প্রতি আমার অনুরোধ যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না, সড়কে দেওয়া সাইনবোর্ড ও ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালাবেন। একটি দূর্ঘটনা সারা জীবনে কান্না। আপনি যখন গাড়ি চালান তখন আপনার জীবনসহ আরো মানুষের জীবন আপনার হাতে থাকে। তাই আপনারা সাবধানে গাড়ি চালাবেন। সড়ক দূর্ঘটনা কমাতে পথচারি থেকে সরকার সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি সচেতন হই, তবেই সড়ক দূর্ঘটনা কমে আসবে।

সোমবার দুপুরে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস র্টামিনালে নিসচা আয়োজিত ‘যত গতি, তত ক্ষতি শ্লোগানে’ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি পথচারীদের উদ্দেশ্যে বলেন, অনেক সময় দেখা যায় সড়ক পারাপারের সময় পথচারীরা মোবাইল ফোনে কথা বলে, কানে ইয়ারফোন দিয়ে গান শুনে, মোবাইল ফোন টিপে সড়ক পারাপার করেন। আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনারা সড়ক পাড়াপারের সময় মোবাইল ফোন বা অন্যমনস্ক হবেন না। এতে সড়ক দূর্ঘটনা কমে যাবে।

নিসচা আয়োজিত সচেতনতা সভায় সৈয়দ এহসেন উল হকের সভাপতিত্বে এতে উপস্তিত ছিলেন শামিম আহমদ ভিপি চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা পরিষদ, মো: শহীদুল আযম উপ-পরিচালক ইঞ্জিনিয়ারিং বিআরটিএ সিলেট, লিটন এরশাদ মাহাসচিব নিসচা, হজী ময়নুল ইসলাম সভাপতি সিরেট জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন, মো: আবদুল মুহিত সাধারন সম্পাদক সিরেট জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন, আসাদুর রহমান অর্থ সম্পাদক নিসচা ও নিসচা’র সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন।

শেয়ার করুন