৭ আগস্ট ২০২০
ডেস্ক রিপোর্ট : টানা ২১ ঘন্টা আতঙ্কের পর সেনাবাহিনীর টানা দুই ঘন্টার রূদ্ধধার অভিযানে আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৪টায় জানা গেল চৌহাট্টায় পুলিশের মোটরসাইকেলে বোমা সদৃশ্য বস্তুতে বোমা ছিল না। আতঙ্ক ছড়াতেই বোমা সদৃশ্য বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। অভিযানের পর গণমাধ্যমকে এ তথ্য জানান বোমা ও বিস্ফোরক বিশেষজ্ঞ লে. কর্ণেল রাহাত ও লে. কর্ণেল খালেদ।
তারা জানান, এটা একটি গ্রাইন্ডিং মেশিন। হয়তো ভুলবশত, নয়তো যেহেতু এটা পুলিশ সদস্যের গাড়ি তাই আতঙ্ক ছড়াতেই বোমা সদৃশ্য বস্তু রেখে দিয়েছে। তবে এটাতে কোন ধরণের বিষ্ফোরক দ্রব্য ছিল না।
এর আগে বেলা ২টায় ঘটনাস্থলে এসে পৌছে সিলেট ক্যান্টনম্যান্টের ১৭ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণের স্পেশাল টিম। সেনাবাহিনীর ওই টিম এসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে কাজ শুরু করেন।
তবে কে ঘটিয়েছে এমন কান্ড, এর পেছনে কার হাত রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো নগরজুড়ে রয়েছে সিলেট সিটি প্রকল্পের আওতায় অত্যাধুনিক সিসি ক্যামেরা। চৌহাট্টা পয়েন্টেও রয়েছে। এসব ক্যামেরায় ‘ফেইস রিকগনিশন সিস্টেম’ রয়েছে। ফলে অপরাধীর চেহারা সহজে শনাক্ত করা সম্ভব। রাতেও এসব ক্যামেরা সমানভাবে কাজ করে।
যার ফলে সিসি ক্যামেরার ফুটেজের সাহায্য কে বা কারা ঘটিয়েছে এমন ঘটনা তা জানা সম্ভব।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম বলেন, পুরো সিলেট নগরীতেই সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম বলেন, সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তবে- এ ঘটনায় কোন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কমিটি গঠন হয়নি। তবে অপরাধী শনাক্তে পুলিশ নানা ভাবে কাজ করে যাচ্ছে।
উলেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাফিক সার্জন চয়ন নাইডুর মোটরসাইকেলে দৃর্বুত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে দেয়। এর পরপরই চৌহাট্টা পয়েন্টসহ আশপাশ এলাকা পুলিশ ঘিরে রাখে। খবর দেওয়া হয় পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে। রাত ৯টায় র্যাব ও সিআরটির টিম ঘটনাস্থলে যান। পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
এর পর বৃহষ্পতিবার সেনাবাহিনীর একটি স্পেশাল টিম ঘটনাস্থলে আসেন। ২টার পর উদ্ধার অভিযান শুরু করে। টানা ২ ঘন্টার রূদ্ধধার অভিযানের পর জানা গেল, মূলত এতে কোন বোমা ছিল না। এলাকায় আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা বোমা সদৃশ্য বস্তু রেখে যায়।