১৬ আগস্ট ২০২১


সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫৯ জন।

রোববার সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- মারা যাওয়া ৫ জনের মধ্যে সিলেট জেলার চারজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন। করোনা আক্রান্ত ৩৫৯ জনের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ৩৮ জন রয়েছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২৭২ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫৩ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ২৯৫ জন রোগী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৭৭ জনের। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৬ জন এবং আইসিইউতে রয়েছেন ১২ জন। হাসপাতালে বিভাগের চার জেলার আরও ৬৯ জন মারা গেছেন।

শেয়ার করুন