২৬ জানুয়ারি ২০২২


সিলেট বেড়েই চলছে করোনার সংক্রমণ, নতুন আক্রান্ত ৬৯৭

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গেলো বছরের মতো এই বছরও শীত মৌসুমে এসে করোনা ভাইরাসের সংক্রমণ লাগামহীন হয়ে দাঁড়িয়েছে। সারাদেশের মতো সিলেটের দ্রুতগতিতে বাড়ছে করোনাক্রান্তে সংখ্যা। গেলো ৭দিনে করোনা ৫টি প্রাণ কেড়ে নিলেও গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত কারোর মৃত্যু হয়নি। শুধু এটিই আশার খবর। অন্যদিকে ভয়ের কারণ হচ্ছে শতকরা হিসেবে সংক্রমণ হার ৩৯ দশমিক ৪৯ ভাগ। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৯৭ জন। যার মধ্যে সর্বোচ্চ ৩৬১ জন সিলেট জেলাতেই।

বুধবার সিলেট বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে এতথ্য জানানো হয়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় সর্বমোট ১ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৬৯৭ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।

গত ২৪ ঘন্টার নতুন শনাক্তকৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৬১ জন, মৌলভীবাজারে ১২৩ জন, হবিগঞ্জ জেলার ৮৩ জন ও সুনামগঞ্জের ৫৭ জন রয়েছেন এবং বিভাগের অন্যতম প্রধান হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭৩ জন। বিভাগজুড়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ৪ জেলা মিলিয়ে হাসপাতালে আছেন ১৯৮ জন যাদের ১২ জন আইসিইউতে।

স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, ২০২০ সালের কোভিড-১৯ এর সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত সরকারী হিসেবে বিভাগজুড়ে সর্বমোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৯ হাজার ৯৭৭ জন। এদের মধ্যে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৮২৯ জন। আর গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যু না থাকাতে সর্বমোট মৃত্যুসংখ্যা ১ হাজার ১৯৩ জনেই আছে।

শেয়ার করুন