২৮ এপ্রিল ২০২২


সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : চলতি মৌসমে সুনামগঞ্জের হাওরে উৎপাদিত বোরো ধান সরকারিভাবে সংগ্রহ করা শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান সংগ্রহের উদ্বোধন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি বোরো মৌসমে সুনামগঞ্জের ১১টি উপজেলার ১২টি এলএসডিতে (খাদ্য গুদামে) ২৮ হাজার ৬৬৬ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বৃস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুরে জেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা। সদর, তাহিরপুর, দিরাই, শান্তিগঞ্জসহ ১১টি উপজেলার ১৩টি এলএসডিতে ২৮ হাজার ৬৬৬ টন ধান সংগ্রহ করা হবে। ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।

গুদামে ধান দিতে আসা সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কৃষক শশাঙ্ক পাল বলেন, কৃষি অ্যাপে আবেদন করে ধান দেওয়ার জন্য মনোনীত হয়েছি। বৃহস্পতিবার ৩ টন ধান গুদামে দিয়েছি। কোনো রকম হয়রানি ছাড়া গুদামে ধান দিতে পেরে ভালো লাগছে।

একই গ্রামের কৃষক সুর্নিমল বলেন, ধান দিতে এখন আর কোনো হয়রানিতে পড়তে হয় না। সহজেই গুদামে ধান দেওয়া যায়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম বলেন, খাদ্য বিভাগ কৃষকের ধান নিতে প্রস্তুত। জেলার ১২টি এলএসডিতে কোনো রকমের ঝামেলা ছাড়া মনোনীত কৃষক ধান দিতে পারবেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জেলার সব এলএসডিতে কৃষকরা জেন কোনো রকমের হয়রানি ছাড়া ধান দিতে পারেন সে বিষয় নিশ্চিত করবে প্রশাসন।

বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহ উদ্দিন টিপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ূম, মিল মালিক সমিতির নেতা হাজী আবুল কালাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

শেয়ার করুন